রাসূলেনোমা আল্লামা হযরত শাহ্ সূফী ফতেহ আলী ওয়াইসী (রহঃ) এর সংক্ষিপ্ত জীবনী মোবারক

তাঁহাদের মধ্যে কয়েক জন বিশিষ্ট মুরিদ ও খলিফা হইলেন হযরত মাওলানা শাহ্ সূফী সাইদেয় আমজাদ আলী (রহঃ), শামসুল ওলামা আল্লামা হযরত শাহ্ সূফীসাইয়েদ আহমদ আলী ওরফে শাহ্ সূফী সাইয়েদ জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রহঃ), হযরত মাওলানা শাহ্ সূফী সাইয়েদ মোহাম্মদ আবু বকর সিদ্দিকী (রহঃ), শামসুল ওলামা হযরত মাওলানা শাহ্ সূফী গোলাম সালমানী (রহঃ), শামসুল ওলামা মাওলানা মির্জা আশরাফ আলী (রহঃ), হযরত শাহ্ সূফী সাইয়েদ ওয়াজেদ আলী (রহঃ), হযরত মাওলানা সাইয়েদ আজম হুসাইন (রহঃ) প্রমুখ। ইহা ব্যতীত ঝাঁকে ঝাঁকে লাখে লাখে জ্বীনও রাসূলেনোমা আল্লামা হযরত শাহ্ সূফী সাইয়েদ ফতেহ আলী ওয়াইসী (রহঃ) এর পদ প্রান্তে নিজেকে সঁপিয়া দিয়াছিলেন।

‘বেগ বাগানরো কুটিরে অবস্থান কালে রাসূলেনোমা হযরত ফতেহ আলী ওয়াইসী (রহঃ) ফার্সী ভাষায় ‘দিওয়ানে ওয়াইসী’ কিতাব খানি রচনা করেন। অতি উচ্চাঙ্গের মৌলিক এই মহাকাব্যে হযরত রাসূলে করিম (সাঃ) এর এশকে মধুর প্রেমপূর্ণ, ঝংকার সম্পন্ন আধ্যাত্মিক লহরীময় গযল ও কাসিদা রহিয়াছে। মহাকাব্যটি রচনা করিয়া তিনি ফার্সী মহাকবি হিসাবে সমগ্র বিশ্বে স্বীকৃতি লাভ করেন। তাসাউফ পন্থী আশেকে রাসূল (সাঃ) গণের জন্য এই কিতাব খানি মহা মূল্যবান ও অত্যন্ত জরুরি।

রাসূলেনোমা আল্লামা হযরত শাহ্ সূফী সাইয়েদ ফতেহ আলী ওয়াইসী (রহঃ) এর পবিত্র ‘দিওয়ানে ওয়াইসী’ মহাকাব্যে একটা বিষয় পরিষ্কার ভাবে ফুটিয়া উঠিয়াছে যে, নবী করিম (সাঃ) এর প্রতি প্রেম ভালবাসার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ও নাজাত পাওয়ার একমাত্র পথ। তিনি তাঁহার ভক্ত অনুসারী গণকে সর্বদা নবী করিম (সাঃ) এর প্রেম ভালবাসার ও যথাযথ সম্মান প্রদর্শনের শিক্ষা দিতেন।

Additional information