ওয়াইসী (রহঃ) এর পীর সূফী নূর মোহাম্মদ নিজামপুরী (রহঃ) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত ওয়াইসী  (রহঃ) এর  পীর হাজী হযরত সূফী নূর মোহাম্মদ নিজামপুরী (রহঃ) এর সংক্ষিপ্ত জীবনীঃ

হযরত শাহ্ সূফী সাইয়েদ ফতেহ্ আলী ওয়াইসী (রহঃ) এর পীর ছিলেন চট্টগ্রামের হাজী গাজী নূর মোহাম্মদ নিজামপুরী (রহঃ)। তিনি ছিলেন এক মহান অলৌকিক শক্তি সম্পন্ন পুুরুষ। চট্টগ্রামের মিরেশ্বরেতে তাঁহার মাজার শরীফ অবস্থিত। হযরত সাইয়েদ আহমাদ বেলরভির তিনি ছিলেন শিষ্য ও খলিফা। তিনি তাঁহার পীর হযরত শাহ্ সূফী সাইয়েদ আহমাদ বেলরভি’র সঙ্গে যুদ্ধে অংশ নেন। সে সময় ব্রিটিশ শাসনে ভারত উপমহাদেশের মুসলিম সম্প্রদায় অত্যন্ত দূরাবস্থায় পড়ে। ধর্মীয় আচার অনুষ্ঠান প্রতিপালনে তারা নানা সমস্যার সম্মুখীন হয়। মুসলিম সম্প্রদায়ের ভাবমূর্তি নানাভাবে ক্ষুন্ন হতে থাকে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে হযরত শাহ্ সূফী সাইয়েদ আহমাদ বেলরভী ও তাঁহার শিষ্যরা মানষিক অশান্তি ভোগ করেছিলেন। তাঁহারা ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। ঊনবিংশ শতকের কৃষক বিদ্রোহ, ফরাজী ও বারাসাত বিদ্রোহ নীল বিদ্রোহ ছিল সেই জেহাদের বহিঃপ্রকাশ।

ফলে সকল সম্প্রদায়ের মিলিত প্রয়াসে এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্র প্রস্তুত হয়। এই আন্দোলনের এক প্রান পুরুষ ছিলেন হযরত শাহ্ সূফী নূর মোহাম্মদ নিজামপুরী (রহঃ) তাঁহার জীবন আধ্যাত্ম সাধনা ও দেশের মুক্তি এই উভয় প্রকার সত্ত্বা সমম্বিত জীবন।

হযরত শাহ্ সূফী নূর মোহাম্মদ নিজামপুরী (রহঃ) পূর্ব পুরুষগণ আফগানিস্থানের গজনীর বাসিন্দা ছিলেন কিভাবে তাঁহারা গজনী থেকে বাংলাদেশে আসেন সে সম্পর্কে জনমনে আজও এক সুন্দর কাহিনী বিধৃত আছে।

Additional information