মোর্শেদ অমর

 

 

 

মোর্শেদ অমর

                                                                ...................................

 

 

একদা বিরলে বসি দুঃখানল মন।

গুরু শোকে সে বাগানে করেছি রোদন ॥

ঝরিছে চক্ষের জল করে ঝর ঝর।

হেন কালে দেখি হেথা এসে এক নর ॥

করুণা বচনে কত করেছে আলাপ।

বিনয় কথনে শত করিছে বিলাপ ॥

হে রাজন মহাজন মম পানে চাও।

দয়া করে অধমেরে ভূবন ত্বরাও ॥

দয়াকর দয়াকর দয়াকর যদি।

দয়াগুণে পার তবে হব ভব নদী ॥

এতই সকালে তুমি ছাড়িবে সংসার।

এ কথার লেশ মনে না ছিল আমার ॥

মস্তক উপরে কভু হাত মারে জোরে।

মাটিতে রাখিয়া শির চারি পাশে ঘোরে ॥

অনেক বেতাবে শেষে দাঁড়ায়ে উঠিয়া।

হেন কালে কেহ যেন আমায় ডাকিয়া ॥

কহিলেন শুন সখা কর না রোদন।

অদেখা আশেক পানে করহ গমন ॥

বল তারে রুজু হয়ে বসে মম পানে।

পিলাব সরাব জাম তাহাকে এখনে ॥

একথা শুনিয়া যাই নিকটে তাহার।

কহি সাবধানে হও রুজু একবার ॥

শুনিয়া পরম কথা হরষিত মনে।

আদবে বসিল গিয়া কবর সামনে ॥

অতীত মিনিট দশ হয়েছিল তার।

জজবাতে এসে সেই হল বেকারার ॥

খুলিল ঝাপটে তার কলবের দ্বার।

যথায় আগুন ধুয়া নিশান তাহার ॥

বেহুঁসী নিশান শুধু সরাবের হয়।

সাগরে নিশান ঢেউ পবনে নিশ্চয় ॥

অতীত কিয়ত কাল জোশ নিবারণ।

আশীর্বাদ দিল কত আমার কারণ ॥

মানসিক রস পরে করিল প্রচার।

শুনিয়া হইল মম সুখের সঞ্চার ॥

দেখিনু বিশেষ জন এই মহীতলে।

পীরহীন পীর পায় মম কৃপা বলে ॥

পীর বিনা হল যেই বিশাল কাতর।

কৃপা বলে পীর ভাই হইলে অমর ॥

জীবন থাকিতে ভাই হইবে আমার।

সত্যমিথ্যা এবে এসে দেখ একবার ॥

যে কেহ অমর গুরু চাহে সাধিবারে।

আহাম্মদি ভাব বিনা পাইবে না তারে ॥

এমন অমর গুরু হয় কদাচন।

মরিয়া দেখায় পথ সে নর কেমন ॥

আসেক বিহনে কোথা হইবে অমর।

না হইবে আসেকে কভু কবর হাশর ॥

ديوان حضرت خواجه معين الدين پشتئ رح

 (দিওয়ানে হযরত খোয়াজা মাইনুদ্দিন চিস্তী (রাঃ)

حساب عمر صد عاقل بمحشر بگذر د يكدم

حساب يكدم عاشق بصد محشر نميگنجد -

 (হিসাবে উমর শোয়াদ আকেল বা মাহ্সার বাগুজারদ ইয়ক্ দম্।

হিসাবে ইয়াকদম্ আসেক বাসোয়াদ মোহাশর নমি গন্জদ্ ॥)

হাসরেতে নিকাসের আমল কিতাব।

এক দমে হবে শত আবেদ হিসাব ॥

আসেকের এক দম, হিসাব যাহাই।

শত হাসরেতে তাহা হবে না সামাই ॥

এস্কের আগুন যার বুকের ভিতর।

দোজখের অনল তথা নহে কার্যকর ॥

প্রভুধন যার মনে করিবে আসন।

শ্মশান ভসান দাহ সব নিবারণ ॥

পীরের কদমে কোথা লাগিবে অনল।

হয় হউক মধু তুল্য বন্ধুর গরল ॥

দেওয়ান ওয়েছি পীর করিল তছনিফ।

আসেকের ভাব আর দেখহে তারিফ ॥

হাসিয়া করিল পীর দেওয়ান হাফেজের।

তাহাতে বুঝিবে ভাব কিবা আসেকের ॥

যে হবে আসেক জন ভাব বোঝে তার।

আসেক না হবে যেই করিবে ইঙ্কার ॥

শতে শতে পাইয়াছে হেন প্রাণ দান।

তুমিও অমর হবে পাইলে সন্ধান ॥

 

 

 

 

Additional information