প্রভুর খেলা

 

 

 

প্রভুর খেলা

                                                                 .................................

খেলে মগ্ন মন সদা চিন্তা কিছু নাই।

কে খেলে এমন খেলা বলিহারি যাই ॥

এই সে মাবুদ খেলা খেলনা লইয়া।

খেলিছে রঙ্গের খেলা ভাঙ্গিয়া চুরিয়া ॥

খেলনা গড়িল কত কতই চুরিল।

তবু কি রঙ্গের খেলে সাধ না পুরিল ॥

তৈয়ার খেলনা যবে চোরহ আবার।

 

খেলনা বিরহে কত করে হাহাকার ॥

ভাঙ্গিয়া পাঁজর অস্থি হয়ে চুরচুর।

তখন বিনয় করে চরণে প্রভুর ॥

আঁখি নিরখিয়া করে কতেক রোদনা।

দুঃখেতে কাতর হ’য়ে মাটির খেলনা ॥

মাতাপিতা শু’নে তার বিনয় বচন।

অসীম রোদন করে ভাই বন্ধুগণ ॥

রক্ষা কর রক্ষা কর সর্ব্বজনে কয়।

তবু না তোমার মনে দয়া প্রকাশয় ॥

কতই বেতাবে তারা ক’রেছে রোদন।

তবু না হইল দয়া না কর শ্রবণ ॥

শত শত মহানর এই ভূমিতলে।

পতিত হইল তারা কাঁদিয়া সকলে ॥

কাহার বিনয় যদি না করিলে শ্রবণ।

অখিল ভুবন কেনে কহে জগজ্জন ॥

যখন আমার পীর চলে নিজ দেশ।

কত না কাঁদিনু তোরে দিয়া উপদেশ ॥

কত না দুঃখেতে আমি কাঁদি জারেজার।

তবু কি করুণা তুই শুনিলি আমার ॥

কাড়িয়া লইয়া গেলি দরিদ্রের ধন।

কাড়িতে কি এত খুশি হয় তব মন ॥

শিশুকালে, ছিল যবে মাতা দয়াবান।

তখন কাড়িয়া নিলি দুঃখীর পরাণ ॥

তখন কি তোর ঠাঁই নাহিক কান্দিনু।

কাননে, পর্ব্বতে মাঠে নাহিক ভ্রমিনু ॥

পাগল হইয়া আমি ফিরি বনে বনে।

হায় প্রভু সেই দুঃখ নাহি তব মনে ॥

পিতাজন আত্মগণে করিলি বেগানা।

আত্মজন বন্ধুগণ কেহই কার না ॥

এক দুঃখে বাঁচি নহে শত দুঃখ তায়।

সেই দুঃখে পীর দুঃখ কোথা সহা যায় ॥

আছিল ভুবন লক্ষ্য এক গুরুধন।

তাহাকে হরিতে হায় র’লে না বারণ ॥

কাহার বাসরে বন্ধু করিব তালাস।

কাহার মন্দিরে যে’য়ে পাব মন আশ ॥

পাহাড় কানন আদি সাগর লহর।

ঠাঁই ঠাঁই ঢুড়ি তাহে শহর নগর ॥

জঙ্গলে জঙ্গলে ঢুড়ি তাবত কানন।

পাতায় পাতায় ঢুড়ি ছিল যত বন ॥

আকাশ পাতাল আদি সকল ঢুড়িয়া।

রজনী যাপন করি রোদন করিয়া ॥

শুনে সেই হাহাকার ফে’টে যায় বুক।

তবু প্রভু তোর মনে নাহি লাগে দুঃখ ॥

যাহার কাঁদনে করে আকাশ রোদন।

তবু কি বিনয় তার কর না শ্রবণ ॥

পৃথিবীতে জীব-জান যতেক সৃজিলী।

জম দম্ভে চূর্ণ প্রভু কারে না করিলি ॥

নিজে যদি চূর্ণ তুই করিতি আবার।

সাফল্য জনম তবে হইত আমার ॥

কহ দেখি আগেকার আদম সকলে।

কেমনে করিলি নাশ এই মহীতলে ॥

সাত ভূমে সাত জন আদম আছিল।

একে একে তারা এবে কোথায় রহিল ॥

আর ছিল এই ভূমে যতেক আদম।

কাহার আদেশে তারা খাইল গন্দম ॥

 

 

 

 

Additional information